মাথাভাঙ্গা মনিটর: অতর্কিত হামলায় নিউইয়র্কের দু পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এ হামলার পর সে নিজেও আত্মহত্যা করে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। গত শনিবার নিউইয়র্কের ব্রুকলিন এলাকার বেডফোর্ড-স্টুয়িভিনসেন্ট সেকশনে নিজেদের গাড়িতে বসে থাকা অবস্থায় অতর্কিত হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তারা, এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ কমিশনার উইলিয়াম ব্রাটন। নিহত কর্মকর্তাদের নাম রাফেল রামোস (৪০) ও ওয়েনজিয়ান লিউ (৩২) বলে জানিয়েছে তিনি। সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিয়ো উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের স্টাটেন আইল্যান্ডে গ্রেফতারের সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এরিক গার্নারের মৃত্যুর প্রতিশোধ হিসেবে পুলিশের ওপর এ হামলাটি চালানো হয়েছে। মেয়র দ্য ব্লাসিয়ো বলেছেন, যদিও আমরা ঘটনাটির বিস্তারিত উদঘাটনের পর্যায়ে রয়েছি, তারপরও এটি পরিষ্কার যে এটি একটি পূ্র্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, শাস্তি দেয়ার কায়দায় নিহত কর্মকর্তাদের গুলি করা হয়েছে। বন্দুকধারী হামলাকারী ২৮ বছর বয়সি ও তার নাম ইসমাইল ব্রিন্সলে বলে জানিয়েছেন ব্রাটন। তিনি জানিয়েছেন, পুলিশের গাড়িটির সামনের প্যাসেঞ্জার আসনের পাশের জানালা দিয়ে সামনে বসা দু কর্মকর্তাকে রূপালি রঙের আধা-স্বয়ংক্রিয় একটি পিস্তল দিয়ে গুলি করেন ব্রিন্সলে, এরপর কাছের একটি সাবওয়ে স্টেশনে দৌড়ে গিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।