স্টাফ রিপোর্টার: জানিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে চাঁদপুর নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) রিপন কুমার মদককে ক্লোজড করে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশের ঊর্ধ্বতন বিভাগ। রিপনের প্রথম স্ত্রী তপা বিশ্বাসের অভিযোগ, ২০০৬ সালের ১১ নভেম্বর মন্দিরে রিপনের সাথে তার বিয়ে হয়। পরে ঢাকায় তারা সংসার শুরু করেন। এর মধ্যে তপা গোপালগঞ্জের ১৩১ নম্বর মাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নেন। ২০১১ সালে রিপন পুলিশে যোগ দেন। কর্মসূত্রে রিপন প্রথমে বাগেরহাট, পরে ঢাকা ও বর্তমানে চাঁদপুরে থাকেন। দু বছর আগে বাগেরহাটে থাকার সময় রিপন তাকে না জানিয়ে বিভা নামে আরেক মেয়েকে বিয়ে করেন। বিভা-রিপনের একটি কন্যাসন্তান রয়েছে। গত শনিবার বেলা দেড়টার দিকে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে রিপনের সাথে কথা বলতে যান তপা বিশ্বাস। এ সময় রিপন তাকে মারধর করে পুলিশ ফাঁড়িতেই রেখে যান বলে অভিযোগ করেন তপা বিশ্বাস।