দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টে অমীমাংসিতভাবে খেলাটি ড্র

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের ৩য় খেলায় দামুড়হুদা স্পোটিং ক্লাব, রামাযুস দর্শনার মধ্যেকার খেলাটি দর্শকের হট্টগোলের কারণে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় স্থানীয় ঈদগা মাঠে খেলায় দামুড়হুদা স্পোটিং ক্লাব, রামাযুস মুখোমুখি হয়। খেলায় দ্বিতীয়ার্ধে রামাযুস ১ গোলে এগিয়ে যায়। এরপরেই দামুড়হুদা স্পোটিং ক্লাব গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। খেলার ৫/৬ মিনিট থাকতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোলের কারণে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলাটি পরিচালনা করেন শীল, রবি ও রিজু। ধারাভাষ্যে ছিলেন সিয়াস উদ্দীন পিনা ও শামিম খান। সার্বিক সহযোগিতায় ছিলেন- লুৎফুর, মহাসিন, রিংকু, হাশেম, রাশেদ, ডাবলু, শাহ্ জাহান প্রমুখ। আজকের খেলা- কুড়ালগাছি সবুজ বাংলা একাদশ, বনাম ঈশ্বরচন্দ্রপুর একাদশ।

Leave a comment