ডিআইজি রফিকুল ইসলামকে দুদকের জিজ্ঞাসাবাদ

 স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে থাকা অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গতকাল রোববার বিকেলে দুদকের উপপরিচালক মো. হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক জানায়, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (সিটি এসবি) রফিকুল ইসলামের বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। তার ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে সরকারি খাসজমিতে একটি টিনশেড বাড়ি ছাড়া কিছু ছিলো না। অথচ চাকরি জীবনে তিনি অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন। অর্জিত সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর যাত্রাবাড়ীতে তিনটি বিলাসবহুল বাড়ি, যার মূল্য ছয় কোটি টাকা। সম্প্রতি নতুন করেন উত্তরায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি কিনেছেন। পরিবারের সদস্যরা এক কোটি টাকা মূল্যের দুটি দামি গাড়ি ব্যবহার করেন। রফিকুল ইসলাম বাবুলের স্ত্রী শিরীন আক্তারের নামে ফুলবাড়িয়া দক্ষিণপাড়া আট বিঘা জমি কিনেছেন। যার মূল্য প্রায় ছয় কোটি টাকা। রফিকুল ইসলাম বর্তমানে পুলিশের এসবির (প্রটেকশন) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন।

Leave a comment