জীবননগর ধোপাখালী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: গতকাল রোববার জীবননগর উপজেলা ধোপাখালী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং যাতে অবৈধভাবে কোনো বাংলাদেশি-ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়।

গতকাল বিকেল বিকেলে সাড়ে ৪টায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ধোপাখালী বিওপি এলাকায় মেন পিলার ৭০/৩-এস’র নিকট শূন্যরেখা বরাবর মাধবখালী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ’র বিওপি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি কমান্ডার নায়েব সুবেদার খায়রুল কালাম ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মাটিয়ারি ক্যাম্প কমান্ডার এসআই অনুজ কুমার।

Leave a comment