স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসায় অজ্ঞাত (২৮) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার জানিপুর ইউনিয়নের বসোয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গত শনিবার রাতে পাংশা থানার ওসি ফোনে জানান, কুষ্টিয়া-পাংশা মহাসড়কের পাশে বসোয়া নামক স্থানে একটি গুলিবিদ্ধ যুবকের লাশ পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে খোকসা থানায় নিয়ে আসা হয়। পরে সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।