আগামী ২৪ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা জাসদ’র

সম্মেলন : আসছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি

 

স্টাফ রিপোর্টার: আগামী ২৪ জানুয়ারি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি চুয়াডাঙ্গা আসছেন। এদিন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিরীন আক্তার এমপি।

চুয়াডাঙ্গা জেলা জাসদ’র সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের দিন নির্ধারণ উপলক্ষে গতপরশু শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হারুন অর রশিদ। সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৪ জানুয়ারি চুয়াডাঙ্গা জাসদ’র সম্মেলনের দিন নির্ধারণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সম্মেলনের প্রাথমিক স্থান নির্ধারণ করা হয়েছে। জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন।

চুয়াডাঙ্গা জাসদ’র কর্মীসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আবুল হোসেন, আসির উদ্দীন কলম, আতিয়ার রহমান, ডা. হোসেন আলী, সামসুল আলম, ছরোয়ার হোসেন, কুরবান আলী, আব্দুল আজিজ, সেলিম, আনিসুজ্জামান জম লাভলুর রহমান, এম সবেদ আলী ও অ্যাড. আকসিজুল ইসলাম রতন।

Leave a comment