অগ্রণী ব্যাংক ৯১১তম গাংনী শাখা উদ্বোধন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় এই প্রথম অন লাইন ব্যাংকিং সেবা শুরু হলো। রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংকের ৯১১তম গাংনী শাখা উদ্বোধনের মধ্যদিয়ে গ্রাহকরা পাচ্ছেন অন লাইন ব্যাংকিং সুবিধা। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী শহরের নুরজাহান মার্কেটে ব্যাংকের শাখা উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পরিচালনা পর্যদের সদস্য এ.বি.এম কামারুল ইসলাম।

চুয়াডাঙ্গা অঞ্চল প্রধান সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চল প্রধান আমিনুল ইসলাম, কুষ্টিয়া অঞ্চল প্রধান ফজলে হালিম, ডিরেক্টর নজরুল ইসলাম ও ব্যাংক ভবন মালিক নুরজাহান বেগম। আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন মেহেরপুর শাখা ব্যবস্থাপক রমজান আলী ও গাংনী শাখা ব্যবস্থাপক মেহেদী মাসুদ। বক্তব্য রাখেন গাংনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলফাজ উদ্দীন, শহিদুল ইসলাম শাহ, ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি প্রিন্সিপাল অফিসার হুসাইন জাকি প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Leave a comment