হ্যান্ডশেক করায় কিশোরকে পিটিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক কিশোরী মেয়ের সাথে হ্যান্ডশেক (করমর্দন) করায় রায়হান আলী (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতকাল শনিবার সকাল ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর রায়হান মারা যায়। বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চয়ন নামের একজনকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী জানায়, গত শুক্রবার বিকেলে নন্দীপাড়া স্কুলমাঠে গ্রামবাসীর উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে রায়হান আলী (১৫) দক্ষিণ নন্দীপাড়া  গ্রামের এক মেয়ের সাথে হ্যান্ডশেক করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে রায়হান আলী গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা কিশোরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৭টার দিকে রায়হান মারা যায়।

Leave a comment