শাহজালালে গর্ভপাতের ওষুধ ও সিগারেট উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ গর্ভপাতের অবৈধ ওষুধ ও সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার কাস্টমস হল এরিয়া থেকে ওষুধ ও সিগারেটগুলো উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে আসা একটি ফ্লাইটে করে ওইসব সিগারেট ও ওষুধ আসে। সিগারেটের মধ্যে ইজি লাইট-১৭৭ কার্টন, ইজি স্পেশাল গোল্ড-৮০ কার্টন, ইজি ব্ল্যাক-৫৮ কার্টন ও বেনসন-৫ কার্টন সিগারেট রয়েছে। অবৈধ ওষুধের মধ্যে রিটেলিন ট্যাবলেট ৪ হাজার ২০০ পিস, প্রলুসন ডিপট (ইনজেকশন) ৪৫০ পিস ও কেনালগ ইন অরাবাস অয়েনমেন্ট ৪০ পিস। নাহিদা আক্তার আরো জানান, জব্দকৃত এসব কিছু বিমানবন্দর কাস্টমস হলো এলাকার ৪ নম্বর বেল্ট এরিয়ায় পরিত্যক্ত অবস্থায় ছিলো।

Leave a comment