যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে মোটরশ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

চুয়াডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার নবনির্বাচিতদের শপথ ও অভিষেক অনুষ্ঠানে এমপি টগর

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনা শাখা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনাকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, পরিবহন শ্রমিক ইউনিয়ন দেশের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের মধ্যে আন্তরিকতার পাশপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। একটি পরিবহন চালকের অসাবধানতার কারণে কেড়ে নিতে পারে অনেকের প্রাণ। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি মনে করেই গাড়ি চালানো খুবই জরুরি। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে ব্যাপকভাবে উন্নয়নমূলক কাজ হয়েছে। উন্নয়নের মধ্যে অন্যতম রাস্তাঘাট নির্মাণ ও পাকাকরণ। তাই আসুন নিজে বাঁচি ও অন্যকে বাঁচাতে বেপরোয়া মনোভাব পরিহার করে সুস্থ মস্তিষ্কে গাড়ি চালানোর মহান দায়িত্ব পালন করি। চুয়াডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, হাজি আকমত আলী, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি আয়নাল হক প্রমুখ। প্রথমপর্বের আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এম জেনারেল ইসলাম দর্শনা শাখা কার্যালয়ের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করেন নবনির্বাচিত সভাপতি মোতালেব হোসেন, সহসভাপতি আব্বাস আলী, মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুল হক বকুল, যুগ্মসম্পাদক কামরুল হাসান পিন্টু, সহসম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মজিবর রহমান, প্রচার সম্পাদক আবু সাঈদ, কার্যকরী সদস্য গিয়াস উদ্দিন, সাদ্দাম হোসেন, মনিরুজ্জামান মনির ও মন্টু। মোতালেব হোসেনের সভাপতিত্বে ২য় পর্বের আলোচনাসভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মজিবুল হক বকুল প্রমুখ।

Leave a comment