চুয়াডাঙ্গা ভি.জে ও বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তিযুদ্ধ আজ

আসন ৪৮০ : পরীক্ষার্থী সংখ্যা ১১৩৫

 

রহমান রনজু: চুয়াডাঙ্গার সরকারি দুটি মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি যুদ্ধ আজ। চুয়াডাঙ্গা ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ৪৮০ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে লড়াই করতে যাচ্ছে ১ হাজার ১৩৫ জন শিশু শিক্ষার্থী। ফলে গড়ে একটি আসনের বিপরীতে প্রায় আড়াইজন ছাত্র-ছাত্রী লড়তে যাচ্ছে।

চুয়াডাঙ্গা ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শিফটের জন্য ১২০ জন করে মোট ভর্তি হতে পারবে ২৪০ জন শিক্ষার্থী। একই আসন সংখ্যা চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬০ জন ছাত্রী ও ভি.জে স্কুলের ৫৭৫ জন ছাত্র আজকের পরীক্ষায় অংশ নেবে। সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হবে ভর্তি পরীক্ষা। ভি.জে স্কুলের ছাত্ররা বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে। আর সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রীরা পরীক্ষা দেবে ভি.জে স্কুলে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল জানিয়েছেন, বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা শতকরা ৫ ভাগ, পোষ্য কোটা ২ ভাগ ও প্রতিবন্ধী কোটা ২ ভাগ সংরক্ষিত থাকবে। ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারেন এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দুটি স্কুলে ভর্তির ফলাফল আজই সন্ধ্যার মধ্যে ঘোষণা করা হবে। ভর্তির যোগ্যতা অর্জনকারী ছাত্র-ছাত্রীর রোল নম্বর আজ সন্ধ্যার আগেই স্কুলের বোর্ডে টাঙিয়ে দেয়া হবে এবং পত্রিকায় সরবরাহ করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানায়।