মাথাভাঙ্গা মনিটর: ক্রিমিয়ায় সব ধরণের পণ্য, প্রযুক্তি ও সেবা রপ্তানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে রাশিয়া ও ইউক্রেইনের ব্যক্তি ও কোম্পানির ওপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্র কখনই রাশিয়ার ক্রিমিয়া দখল মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের যে সব কোম্পানি ওই অঞ্চলের সাথে ব্যবসা করছে তাদের পরিষ্কার একটি ধারণা দেয়ার জন্য এ নির্বাহী আদেশ প্রদান করা হয়েছে। সেই সাথে যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার ওপর রাশিয়ার অবৈধ দখলদারি যে কখনই মেনে নেবে না সেটাও সুস্পষ্ট করে জানিয়েছে দেয়া হলো। মার্চে ইউক্রেইনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ ছিনিয়ে নেয় রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) ক্রিমিয়া ও রাশিয়ার ওপর প্রায় একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেটা শনিবার থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে। কানাডাও শুক্রবার ক্রিমিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ক্রিমিয়া দখলের পর ইউক্রেইনের রাশিয়াপন্থি বিদ্রোহীরা এপ্রিলে দেশটির শিল্পনগর দোনেস্ক ও লুহানস্কের কিছু অংশ দখল করে স্বাধীনতা ঘোষণা করে।