মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক’ আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন পেশোয়ার স্কুল হামলার পরিকল্পনাকারী জঙ্গি কমান্ডার উমর মনসুর। পাকিস্তান সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বন্ধ না করলে এসব হামলা চালানো হবে বলে সতর্ক করেছে এ জঙ্গি নেতা। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান’র (টিটিপি) ওয়েবসাইটে পোস্ট করা ইংরেজি সাবটাইটেলসহ এক মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে এসব কথা জানিয়েছেন উমর। সেনাবাহিনীর অভিযানে তালেবান যোদ্ধাদের পরিবার ও শিশুদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুল ও কলেজে হামলা চালানো হয়েছে বলে দাবী করেছেন তিনি। ১৬ ডিসেম্বর চালানো ওই হামলায় ১৩২ জন শিশু শিক্ষার্থিসহ ১৪১ জন নিহত হন। নিহত শিশুদের অধিকাংশই সামরিক বাহিনীর কর্মকর্তাদের সন্তান। স্কুলটিতে সাড়ে সাত ঘণ্টা ধরে চালানো হামলার সময় আত্মঘাতী হামলাকারী জঙ্গিদের মোবাইলে নির্দেশনা দিয়ে হামলা পরিচালনা করেছিলেন উমর। খলিফা উমার বা উমার নারেয়ি নামেও তিনি পরিচিত।