দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণসভায় এমপি টগর

দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল করতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিস

 

দর্শনা অফিস: দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাজারের কাঁচামাল আড়ৎপট্টিতে সাধারণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি কূপণের ড্র অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানের প্রথমপর্বের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, ব্যবসার ক্ষেত্রে সততায় হচ্ছে মূলমন্ত্র। যদি অসৎ পন্থা পরিহার করে সততার সাথে ব্যবসা পরিচালনা করা যায়, তাহলেই সম্ভব নিজ, জাতীয় ও দেশের উন্নয়ন। দর্শনা রেল বাজারের উন্নয়নে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং সব সময়ই থাকবো। আপনাদের সহযোগিতা পেলে উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে। সকলকে মনে রাখতে হবে আমরা ব্যবসায়ী। ব্যবসায়ীরা যাতে কোনো সন্ত্রাসী বা চাঁদবাজচক্রের হাতে জিম্মি না হয়ে পড়ে সেদিকে সমিতির নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। ব্যবসায়ীদের সাথে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করলে তা শক্ত হাতে দমন করতে সকলকে সোচ্চার থাকতে হবে। সেক্ষেত্রে আমার ও আমার দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে আপনাদের জন্য। কারণ বর্তমান সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। তাই সকলের প্রতি আহ্বান নিজ স্বার্থকে বড় চোখে না দেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দোকান মালিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হাজি আজির বক্স, বিশিষ্ট ব্যবসায়ী হাজি ফজলুল করিম, হাজি নুরু মিয়া প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন দর্শনা রেলবাজার জামে মসজিদের পেশ ইমাম হাজি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য ও সমিতির ৩ বছরের হিসাব-নিকাশের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সমাজসেবক হাজি আকমত আলী, হাজি জয়নাল আবেদীন, হাজি হারুন অর রশিদ, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, জাহাঙ্গীর আলম, আ. রফিক কাবি, মোমিনুল ইসলাম, নজরুল ইসলাম, আ. রহিম, বিল্লাল হোসেনের উপস্থাপনায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, রতন, শামসুল ইসলাম, মোখলেসুর রহমান, মোজাম্মেল হক বাবু, হাফিজ মল্লিক, জামাল উদ্দিন, হাবীব শিকদার, বাবু প্রমুখ। বিকেলে আলোচনার ২য় পর্বে বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, জাহাঙ্গীর আলম চঞ্চল, নুরু মিস্ত্রি, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, রেজাউল ইসলাম, ফারুক হোসেন, সেলিম মেহফুজ মিল্টন, মনিরুজ্জামান সুমন প্রমুখ। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এদিকে সাধারণসভা থেকে নির্বাচনের দিন নির্ধারণ করা না হলেও নির্বাচন কমিশন তা ঘোষণা করবে বলে জানা গেছে।

Leave a comment