আলমডাঙ্গার ডম্বলপুরে অগ্নিকাণ্ডে পানবরজ ভস্মীভূত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ডম্বলপুরে অগ্নিকাণ্ডে পানবরজ ভস্মীভূত হয়ে হয়েছে। শত্রুতা করে কেউ এ অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার ডম্বলপুর গ্রামের দাউদ আলীর ছেলে কামাল হোসেন ও জামাল হোসেনের এক বিঘা জমিতে পানবরজ রয়েছে। গতকাল কামালের বিয়ে ছিলো পার্শ্ববর্তী বকশিপুর গ্রামে। বাড়ির সকলেই সেই বিয়েতে যান। এ সময় তারা সংবাদ পান তাদের পানবরজে আগুন লেগেছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে ফেরে দেখেন গ্রামবাসীরা আগুন নিভিয়েছে। তবে অর্ধেকের বেশি প্রায় ১১ কাঠা জমির পানবরজ আগুনে ভস্মীভূত হয়েছে। এ ব্যাপারে জামাল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত চায়না নামের এক মহিলা গতকাল কামাল বিয়ে করতে গেলে তার হবু শ্বশুরকে মোবাইলফোনে অজ্ঞাত মহিলা তার পরিচয় না দিয়ে শুধুমাত্র তার নাম চায়না বলে দাবি করে কামালের নানা কুৎসা রটনা করে শেষে কামালের সাথে মেয়ে বিয়ে না দিতে সাবধান করে। সে কারণে বরজে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত চায়নাকে দোষারোপ করে এজাহার দায়ের করা হয়েছে।