ইবি প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যাল (ইবি) শীতকালীন ছুটি শেষে ৮ জানুয়ারি থেকে ক্যাম্পাস খুলে দেয়া হবে বলে জানা গেছে। পরিবহন মালিক সমিতির সাথে কয়েক দফা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ক্ষয়ক্ষতি বিবেচনা করে পরিবহন মালিক সমিতিকে এক কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিকস ইনঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র তৌহিদুর রহমান টিটু নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ঘাতক বাসসহ ৩৪টি বাসে অগ্নিসংযোগ করে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি মিটিঙে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। এদিকে ক্যম্পাস দ্রুত খুলে দিতে ক্ষতিপূরণ প্রদান ও ক্যম্পাসে গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য পরিবহন মালিক সমিতির সাথে দফায় দফায় বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল বৃহস্পতিবারও পরিবহন মালিক সমিতির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, মালিক সমিতির ক্ষতিপূরণ দাবি এবং ক্ষয়ক্ষতি বিবেচনা করে তাদেরকে এক কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিন কিস্তিতে এ ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে তিনি জানান। এদিকে পরিবহন মালিক সমিতির সাথে বৈঠক শেষে আগামী ৮ জানুয়ারি থেকে ক্যাম্পাস খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শীতকালীন ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি বুধবার আবাসিক হল এবং ৮ জানুয়ারি বৃহস্পতিবার ক্যাম্পাস খুলে দেয়া হবে। এদিকে শীতকালীন ছুটি বাতিল করে দ্রুত ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত শীতকালীন ছুটি বাতিল করা।