হুদাপাড়া ফুটবল টুর্নামেন্টে ফাইনালে হুদাপাড়া একাদশ

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হুদাপাড়া ফুটবল টুর্নামেন্টে বড় জয় নিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে হুদাপাড়া একাদশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় হুদাপাড়া একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে মেহেরপুরের আশরাফপুর একাদশকে পরাজিত করে। খেলার ১০ মিনিটের মাথায় হুদাপাড়ার আনোয়ারকে রেফারি লালকার্ড দিলে ১০ জন নিয়ে খেলতে হয়। আবার খেলার ৩০ মিনিটের মাথায় আশরাফপুর একাদশের জাকিরকে রেফারি লালকার্ড দিলে ১০ জন নিয়ে খেলতে হয়।

খেলায় নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয়। হুদাপাড়া একাদশ জয়লাভ করে। দৃষ্টিনন্দন খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হুদাপাড়া একাদশের গোলকিপার। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পরস্কার তুলে দেন কমিটির সভাপতি নাজমুল হোসেন। খেলাটি পরিচালনা করেন মাহাবুব, সজল, সেলিম এবং খেলার ধারাভাষ্যকার জাকির ও সেলিমরেজা।

Leave a comment