মুজিবনগর প্রতিনিধি: ‘জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাবে বাংলাদেশ’ এ স্লোগানে তৃতীয় জাতীয় বিদ্যুতক্যাম্প মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুত বিভাগ ও বাংলাদেশ স্কাউটসের আয়াজনে এ ক্যাম্প উদ্বোধন করা হয়। স্কাউট কমিশনার আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, মুজিবনগর পল্লী বিদ্যুত পরিচালক রেজাউল করিম। বক্তব্য রাখেন স্কাউট সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।