মুখটা সামলান

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নিজের জিহ্বা ঠিক করেন, মুখটা সামলান। তাহলে দেশের মানুষ কিছুটা হলেও শান্তি পাবে। স্বঘোষিত প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা শোভা পায় না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক ছাত্রনেতাদের এক কনভেনশনে খালেদা জিয়া এ কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে স্বৈরাচারবিরোধী গণতন্ত্রের সংগ্রামে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের ওই কনভেনশন আয়োজন করা হয় ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের ব্যানারে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, নিজেদের মুখগুলো সংযত করেন, পরে অন্যকে উপদেশ দিয়েন। আমরা যা বলি, সত্য কথা বলি, তথ্যভিত্তিক কথা বলি। সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার আখ্যা দেন। এর জবাবে গতকাল বুধবার খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, কুপুত্রকে জিহ্বা সামলাতে বলুন।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ বিএনপির নেতাদের গালিগালাজ করতে করতে এখন বিদেশিদেরও গালিগালাজ করছে। মুখে যা আসে, তা বলছে। আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, সময়মতো ডাক দেবো। সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিজয়ের মাস ডিসেম্বর শেষ হচ্ছে। যেকোনো সময় ডাক দেবো। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছেন জানিয়ে খালেদা জিয়া বলেন, এবার গুলি চালালে বিএনপি তার পাল্টা গুলি চালাবে না। তবে জনগণ এর জবাব দেবে। এবার ঢাকার রাস্তা খালি থাকবে না। গুলি-বন্দুক উপেক্ষা করে মানুষ রাস্তায় থাকবে। তিনি সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান।

Leave a comment