বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত

 

ক্রীড়া প্রতিবেদক: বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের দামুড়হুদা উপজেলা ও চুয়াডাঙ্গা জেলা সদরের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে বঙ্গমাতা ফুটবলে দামুড়হুদা উপজেলার চারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া সরকারি পাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বঙ্গবন্ধু ফুটবলে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে সদর উপজেলার হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

আগামী ২১ ডিসেম্বর চুয়াডাঙ্গা স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

Leave a comment