পাটিকাবাড়িয়ার যুবক রাজিবের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীর মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার জগন্নাথপুরের এসএসসি পরীক্ষার্থীর মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ তুলে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়িয়ার যুবক রাজিবের বিরুদ্ধে ওই অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন ছাত্রীর পিতা আলফাজ উদ্দীন।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুরের আলফাজ উদ্দীনের দু মেয়ে। বড় মেয়ে তাসলিমা খাতুন এইচএসসি পাস করে চলতি বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে। ছোট মেয়ে জামিয়া খাতুন এসএসসি পরীক্ষার্থী। কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়িয়ার মৃত শহীদুল হকের বখাটে ছেলে রাজিব (২১) গত প্রায় দু বছর ধরে তাসলিমাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো। তাসলিমা সম্মত না হওয়ায় বিভিন্ন সময় নানা হুমকি দিয়ে আসছিলো।

লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে যে, এরই এক পর্যায়ে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় তাসলিমা ও জামিয়া দু বোন ঘরের ভেতর পড়ছিলো। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বখাটে রাজিব সেই ঘরের জানালার ফাঁক দিয়ে সিরিঞ্জ করে অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করে তাসলিমাকে লক্ষ্য করে। ঠিক তার আগ মুহূর্তে তাসলিমা সেখান থেকে উঠে অন্যত্র চলে গেলে অপর বোন জামিয়ার মুখ ও গলায় ছিটকে গিয়ে পড়ে। সে সময় জামিয়া প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়লে হারদী হাসপাটালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। সেকারণে মামলা করতে বিলম্ব হল উল্লেখ করে গতকাল সন্ধ্যায় আলফাজ উদ্দীন আলমডাঙ্গা থানায় এজাহারটি দায়ের করেছেন।

সরেজমিন দেখা গেছে, জামিয়ার মুখে ও গলায় ৩টি এবং বুকের উপরাংশে ১টি ফুসকা পড়ার মতো দাগ ও চাদরের একাংশেও দাগ রয়েছে। এছাড়া এক হাতেও কিছু দাগ রয়েছে। তবে সেগুলো অ্যাসিডের কি-না তা নিয়ে পুলিশসহ অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। সন্দেহ প্রকাশ করা হয়েছে জানালার ফাঁক দিয়ে আদৌ ভেতরের কারো মুখে লক্ষ্যভেদ করে অ্যাসিড নিক্ষেপ করা দক্ষতা নিয়েও। তবে অনেকে দাবি করেছেন, ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড সেটি। ফলে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে মেয়েটি।

Leave a comment