দর্শনা ডাকবাংলো চত্বরে সাম্প্রতিকের বিজয় মেলার ৩য় দিনে আলোচনা অনুষ্ঠিত

 

দর্শনা অফিস: ‘মাদককে না বলি, সংস্কৃতি চর্চা করি’ এ স্লোগানকে সামনে রেখে দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন সপ্তাব্যাপি বিজয় মেলার আয়োজন করেছে। প্রতিদিনের নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে আলোচনাপর্ব।

আলোচনা পর্বের প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম বলেন, ১৯৭১ সালে দেশের মানুষের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পাকিস্তানি হায়েনা ও তাদের দোষররা নির্মমভাবে হত্যা করেছিলো বুদ্ধিজীবীসহ স্বাধীনতাকামী সাধারণ মানুষকে। রচনা করেছিলো এক কালো অধ্যায়ের। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আহ্বানে জেগে উঠেছিলো এ দেশের মুক্তিকামী জনতা। আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম আজকের স্বাধীনতা। রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মো. সরোয়ার হোসেন, সাম্প্রতিকের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ। উপস্থাপনা করেন বাকী বিল্লাহ।

Leave a comment