শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো সুবিধা জরুরি
গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, গুণগত শিক্ষা ছাড়া একটি জাতি উন্নত হতে পারে না। শিক্ষাক্ষেত্রে সুষ্ট পরিবেশ নিশ্চিত করা না গেলে মানসম্মত শিক্ষা আশা করা যায় না। এজন্য অবকাঠামোগত সুবিধা প্রয়োজন। তাই গাংনীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনীর জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি আব্দুল ওয়াদুদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, আল ফারুক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, উপজেলা সৈনিকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব প্রমুখ।