বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে ঘোলদাড়ি স্কুল ফাইনালে

 

ইসলাম রকিব: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে প্রথম ম্যাচে বঙ্গমাতা ফুটবলে জীবনগর উপজেলার কাটাপোল সরকারি প্রাথমিক বিদালয় ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর সরকারি পাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দিনের অপর খেলায় আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে জীবননগর উপজেলার গয়েসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ঘোলদাড়ির পক্ষে ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ ২টি ও আকাশ ১টি গোল করে।

গতকাল জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. রহমান, জীবননগর উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আবু হোসেন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, নির্বাহী সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সোহেল আহম্মেদ, ডাঃ শামিমা ইয়াসমিন, শিক্ষক নেতা রেফাউল ইসলাম, আঃ সালাম প্রমুখ। বালক বিভাগে ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত হওয়ায় আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার খেলোয়াড়-কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।