রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাক ও ট্রাক্টরে ছিনতাই

সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের শাহাপুর-সাফদারপুর সড়কে ডাকাতদের তাণ্ডব

 

স্টাফ রিপোর্টার: জীবননগরের শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে আবারো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাক ও ট্রাক্টর থামিয়ে লুটপাট করে ছিনতাইকারীরা। গতরাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পের নিকটবর্তী শাহাপুর-সাফদারপুর সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়াস ব্রিক্সের কাঠভর্তি একটি ট্রাক ও একটি ট্রাক্টর যাচ্ছিলো রাত সাড়ে ৮টার দিকে। তারা তাঁতিরপুকুর নামক স্থানে পৌঁছুলে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা রাস্তার গাছ কেটে সড়কে ফেলে ব্যারিকেড দেয়। পরে ট্রাক ড্রাইভার ছানোয়ার হোসেন, হেলপার সাইফুল, শামীম ও শাহীনের কাছ থেকে নগদ ৩ হাজার ৩শ টাকা ও দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে আরেকটি ট্রাক্টর থামিয়ে দেড় হাজার টাকা ও ৩টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ সময় ট্রাক্টর চালক কালু ও হেলপার ছানোয়ারকে দীর্ঘক্ষণ আটকে রাখে তারা। এর আগে একই স্থানে গত বুধবার রাতে সড়ক ডাকাতি হয়। সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারও ছিনতাইকারীরা চালালো তাণ্ডব। এলাকাবাসী অভিযোগ করেছে, শাহাপুর পুলিশ ক্যাম্পের মাত্র ৩শ গজ দূরে কিভাবে বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটে? তা পুলিশকেই জবাব দিতে হবে।

Leave a comment