বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনাসভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

মাথাভাঙ্গা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা, বিজয় ৱ্যালি, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দামুড়হুদা, মেহেরপুরের গাংনী, আমঝুপি, ঝিনাইদহের ডাকবাংলা ও হরিণাকুণ্ডে বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন। প্রধান শিক্ষক সাবুদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, স্কুল কমিটির সভাপতি আলহাজ আব্দুল লতিফ শাহ, যুবলীগ নেতা আশাদুল হক আশা, মাসুম বিশ্বাস, লিটন বিশ্বাস, মিলন প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন স্কুল কমিটির সাবেক সভাপতি বাদশা মিয়া বাদল।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির ৱ্যালি ও আলোচনাসভা করে। গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় শহীদ মাজারে বধ্যভূমির বেদীতে পুষ্পস্তবক দিয়ে ও সুরা ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনাসভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টুর সভাপতিত্বে ও ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক মজিবুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল হক, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক আব্দুর রশিদ, পৌর জাতীয়পার্টির সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক এস আলম, পৌর জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন, জাতীয় পার্র্টির নেতা আয়ুব আলী মাস্টার, আনছার আলী, ছাত্রসমাজ নেতা শরিফুল ইসলাম, বজলুর রহমান প্রমুখ।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের ক্রিড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি সাখারত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক, সহকারী শিক্ষক ময়নুল ইসলাম, সদর উপজেলা তৃণমূল দলের সভাপতি ওমর ফারুক লিটন প্রমুখ। অনুষ্ঠানে বিজয় দিবসে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মহান বিজয় দিবস উদযাপনে মেহেরপুর গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিজয় ৱ্যালি ও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুর নেতৃত্বে ছাত্রলীগ কার্যালয় থেকে বিজয় ৱ্যালি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম রতন ও সোহানুর রহমান সুমনসহ নেতৃবৃন্দ।

এদিকে জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে গাংনী কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বিজয় ৱ্যালি ও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, রাইপুর ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দীন, উপজেলা তৃণমূল দলের সম্পাদক টুল্টু বিশ্বাস, বিএনপি নেতা পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম সেলিম ও সোহরাব উদ্দীনসহ নেতৃবৃন্দ।

অপরদিকে মেহেরপুর গাংনী উপজেলার আজান তরুণ উদয় সঙ্ঘ আয়োজিত বিজয় মেলা শেষে গতকাল বুধবার বিকালে লটারির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। লটারিতে ১ নং বিজয়ী আমঝুপি গ্রামের দিনমজুর কৃষক জমশেদ আলীর ছেলে সাগরের হাতে একটি মোটরসাইকেল তুলে দেন ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার জাফর আলী, ব্যবসায়ী সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাসুদুজ্জামান।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদার দেউলী সবুজ সঙ্ঘের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়নের ২ নং প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম, সাবেক মেম্বার আকমান আলী, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শাহিন আলম, উম্বাত আলী, জসিম উদ্দিন, হেকমত আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রায়হান।

মেহেরপুর অফিস জানিয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর মন বলাকা ক্লাবের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাল্যবিয়ে বন্ধ ও মাদকমুক্ত সমাজ গড়তে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মন বলাকা ক্লাবের শিশু-কিশোররা শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে বিজয় ৱ্যালি করে সরকারি কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় আনন্দৱ্যালির নেতৃত্ব দেন ওয়াজেদুল হক জুম্মন। এ সময় উপস্থিত ছিলেন- সুজন, রাজু বাপ্পি, তুহিন রেজাসহ ক্লাবের নেতৃবৃন্দ।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদরায় বিজয় দিবসের পতাকা উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মতিয়ার বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপার আব্দুল আল মাহমুদ। বক্তব্য রাখেন আবুল কাশেম, মহরাম পাঠান প্রমুখ।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোজাম্মল হক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু দাউদ, মুন্সি মো. শাহীন রোজা সাঈদ, শহীদ, ইনু প্রমুখ।

হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে। গত মঙ্গলবার বেলা তিনটায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে দলের পৌর সভাপতি জিন্নাতুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. আবুল কাসেম ও পৌর সেক্রেটারি আনিসুর রহমান কাউন্সিলর। উপস্থিত ছিলেন ইয়াকুব হোসেন মণ্ডল, আবুল হাসান মাস্টার, প্রভাষক কামাল হোসেন, সাজেদুর রহমান পাপ্পু, জমির রউদ্দিন মোল্লা প্রমুখ।

মসিউর রহমান বলেন, অতীতে যেমন স্বৈরাচারী কোনো সরকার বাংলাদেশসহ বিশ্বের কোথাও চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান আওয়ামী লীগ সরকারও টিকতে পারবে না। তিনি জানুয়ারি থেকে ২০ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের এক দফার আন্দোলনে সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের উদাত্ত আহ্বান জানান।

Leave a comment