স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রথম নারী সামরিক পাইলট হিসেবে স্বীকৃতি পেলেন ফ্লাইং অফিসার তামান্না-ই-লুৎফী ও ফ্লাইট লে. নাইমা হক। গতকাল বুধবার দুপুর সোয়া একটায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সর্বশেষ স্লো টেস্টে সফলতা দেখিয়ে তারা এ স্বীকৃতি পান। পরে তারা দুজনেই একা একা ফ্লাইং করেও সফল হন। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে এটি একটি মাইল ফলক। দেশে বেশ কয়েকজন বেসামরিক নারী পাইলট থাকলেও সামরিক ক্ষেত্রে এর আগে কোনো নারী এ স্বীকৃতি অর্জন করতে পারেননি।
স্বীকৃতি অর্জনের পর তামান্না ও নাইমা তাদের প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জনে আমরা খুবই আনন্দিত। দেশের প্রথম সামরিক নারী বৈমানিক হতে পেরে অনেক ভালো লাগছে। ঝুঁকিপূর্ণ হলেও দেশে জন্য আনন্দচিত্তে আমরা এ কাজ করবো। দেশের যেকোনো দুর্যোগে আমরা এগিয়ে যাবো।