নিউ মার্কেটের সামনের বাংলাদেশ টেলিকম থেকে টাকা চুরির পর কিশোর আটক

পালানো কিশোর লোকমারফত ফেরত দিলো টাকা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের প্রধান ফটকের সামনে মসজিদ সংলগ্ন বাংলাদেশ টেলিকম থেকে টাকা চুরি করে সটকে পড়ার সময় ধরা পড়েছে এক কিশোর। পালিয়েছে তার সহযোগী। সহযোগী পালালেও লোক মারফত টাকা দোকানির নিকট ফেরত পাঠিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ টেলিকমে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দু কিশোর মোবাইলফোনের স্ক্রিন পেপার কিনতে আসে। এ সময় দোকানি রিপন তার ড্রয়ার থেকে টাকা বের করে ১৫ হাজার ৬শ ৩২ টাকা বান্ডিল করে ব্যাংকে নেয়ার জন্য হাতে রাখেন। স্ক্রিন পেপার ড্রয়ার থেকে বের করতে গেলে হাতে রাখা টাকা রাখেন সামনের টেবিলে। স্ক্রিন পেপার খুঁজে না পেয়ে দোকানি জানান, স্ক্রিন পেপার দোকানে নেই। এ কথা শুনে দু কিশোর দ্রুত সরে পড়ে। দোকানি রিপন তাকিয়ে দেখেন টাকার বান্ডিল নেই। দ্রুত দু কিশোরের পিছু নেন তিনি। নিউ মার্কেটের পেছনের গেট থেকে শাহাবুল নামের কিশোরকে ধরে ফেলে। তাকে থানায় নেয়া হয়। অপারদিকে তার সহযোগী সাগর কিছুক্ষণের মধ্যেই শাহাবুলের মোবাইলফোনে রিং দেয়। মোবাইলফোনেই টাকা চুরির কথা স্বীকার করে। টাকা ফেরত দিতে রাজি হয়ে শাহাবুলকে ছেড়ে দিতে বলে। পরে সাগর টাকা লোকমারফত ফেরত দিলেও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহাবুলকে থানায় আটকে রাখা হয়। সে ভালইপুরের ইলিয়াসের ছেলে বলে পরিচয় দিয়েছে। আর সাগরের বাড়ি কয়রাডাঙ্গায়। তার পিতার নাম লাল্টু বলে জানিয়েছে আটক শাহাবুল।