নবম শ্রেণিতে একজন ছাড়া কেউ জীবিত নেই

মাথাভাঙ্গা মনিটর: পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের বর্বরোচিত হামলায় পুরো পাকিস্তানে শোকের ছায়া নেমে এসেছে। হামলায় স্কুলটির নবম শ্রেণির ছাত্রদের মধ্যে একজন বাদে সবাই নিহত হয়েছে। নবম শ্রেণির একমাত্র জীবিত ১৫ বছর বয়সী ওই ছাত্রের নাম দাউদ ইব্রাহিম। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলেও তা না বাজায় সে স্কুলে যেতে পারেনি। হামলার আগের রাতে দাউদ একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলো। বিয়ে থেকে ফিরে ঘুমাতে তার অনেক রাত হয়ে যায়। তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলো। সেই ত্রুটিযুক্ত ঘড়ির কারণেই প্রাণে রক্ষা পেয়েছে সে। গত মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারে জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডে ১৩২ শিশুসহ ১৪২ জন নিহত হয়। আট ঘণ্টার হামলায় নয় জন তালেবান জঙ্গি এ বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটি করে। নিহত অনেককেই সারিবদ্ধভাবে দাড় করিয়ে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।

Leave a comment