দামুড়হুদা জয়রামপুর একতা ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা জয়রামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় জয়রামপুর শেখপাড়াস্থ একতা ক্লাবের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তি হাজি রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি শেখ ইউনুচ আলী, শামসুল ইসলাম মেম্বার, মজিবার রহমান শাহ, ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান, সদস্য তিতাস, রতন, নওফেল, ইব্রাহিম, মতিন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং এলাকার অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

Leave a comment