চুয়াডাঙ্গায় সাড়ে চার বিঘা জমির আখ-ভুট্টা ও মসুরিক্ষেত ট্রাক্টর দিয়ে চষে বিনষ্ট করার অভিযোগ : মামলা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ এলাকায় দুজন বর্গা কৃষককের সাড়ে চার বিঘা জমির আখ, ভুট্টা ও মসুরিক্ষেত ট্রাক্টর দিয়ে চষে বিনষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী বলেছেন, গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। দু বর্গাচাষি গতকাল বুধবার চুয়াডাঙ্গা আমলি আদালতে আটজন একই আসামির নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গার আমলি আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক পৃথক দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। দুটি মামলার আসামিরা হলেন- চুয়াডাঙ্গা ইসলামপাড়ার ইসরা সরদারের ছেলে স্বপন, রহমানের ছেলে রবগুল, সরিষাডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক আব্দুস সালাম, মাঝেরপাড়ার মৃত জিতু মণ্ডলের দু ছেলে বিটুল পারভেজ ও মোহাম্মদ জোনাকালা, পৌরসভার পেছনে জিনারুলের ছেলে মানা ও জিনতলা মল্লিকপাড়ার ইছাহকের ছেলে মোহাম্মদ রুনু। আগামী ২৫ জানুয়ারি আদালত দুটি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

ক্ষতিগ্রস্ত বর্গাচাষি চুয়াডাঙ্গা ইসলামপাড়ার বাসিন্দা মন্টু আলীর ছেলে রিপন আলী জানান, গতকাল বুধবার সকালে ঘোড়ামাড়া ব্রিজের নিকট দোপের মাঠে তিনি গিয়ে দেখতে পান তার পৌনে তিন বিঘা জমির ভুট্টা ও আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে বিনষ্ট করেছে দুর্বত্তরা। এতে তার অন্তত দু লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি থেকে ঋণ নিয়ে গত একমাস আগে ভুট্টা ও সাথী ফসল হিসেবে এক সপ্তা আগে আখচাষ করেন। রিপন আরো জানান, পার্শ্ববর্তী একটি জমিতে কয়েক মাস আগে তার ধানক্ষেত বিনষ্ট করে দুর্বত্তরা।

অপরদিকে একই পাড়ার মৃত নুরাল মল্লিকের ছেলে ক্ষতিগ্রস্ত বর্গাচাষি আশাদুল মল্লিক জানান, চুয়াডাঙ্গা ঘোড়ামার ব্রিজের নিকটবর্তী মেন রোডের পাশে পৌনে দু বিঘা জমির আখ ও মসুরিক্ষেত ট্রাক্টর দিয়ে চষে বিনষ্ট করে দিয়েছে দুর্বত্তরা। এতে তারও এক লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আশাদুল মল্লিকও দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। এর আগেও গত ১৫ নভেম্বর আসামিরা একই জমিতে মসুরি ও আখক্ষেত বিনষ্ট করে।

ক্ষতিগ্রস্ত দু বর্গাচাষি রিপন ও আশাদুল চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত ইব্রাহীম হোসেন মালিকের ছেলে রাশেদুজ্জামান মালিকের কাছ থেকে বার্ষিক লিজ নিয়ে কয়েক বছর যাবত চাষাবাদ করে আসছেন।

Leave a comment