গাংনীর কাজিপুর গণকবরে দোয়া মাহফিল

 

গাংনী প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গণকবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। দোয়া মাহফিল পূর্ব আলোচনাসভায় ডেপুটি কমান্ডার আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু, উপজেলা ছাত্রলীগের সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, যুবলীগ নেতা আব্দুল আলিম ও পৌর ছাত্রলীগের সম্পাদক ইমরান হাবীব সহ নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাবৃন্দ।

১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণে কয়েকজন আনসার সদস্য ও মুক্তিযোদ্ধাদের গুলি করে খুন করা হয়। পরে স্থানীয় লোকজন শহীদদের মরদেহ কাজিপুর সীমান্তবর্তী মাঠের গণকবরে দাফন করেন। প্রতিবছর মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন গণকবর ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

Leave a comment