গাংনী প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর গাংনী উপজেলা যুবলীগের সহদপ্তর সম্পাদক আব্দুল আলিম। গতকাল বুধবার বেলা এগারটার দিকে গাংনী উপজেলা যুবলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আলিম।
লিখিত বক্তব্যে আব্দুল আলিম জানান, তিনি মেহেরপুর জেলা যুবলীগের সহদপ্তর সম্পাদক হিসেবে দলীয় কাজকর্ম ছাড়াও এলাকার উন্নয়নে জোরালো ভূমিকা পালন করছেন। এছাড়াও এলাকায় চোরাচালান প্রতিরোধে ও মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে তিনি সক্রিয়। এ কারণে একটি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় হয়তো সরকারের কোনো দায়িত্বশীল সংস্থা কারো প্ররোচনায় যাচাইবাছাই না করে তার নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। ওই তথ্যের সূত্র ধরে অস্ত্রব্যবসায়ীদের নামের সাথে তার নাম জুড়ে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদের প্রতিবাদ ও যথাযথ তদন্তের মধ্যদিয়ে নিরপরাধ মানুষকে তালিকা থেকে অব্যাহতি ও এবং প্রকৃত জড়িতদের অন্তর্ভূক্ত করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, আমজাদ হোসেন, আল ফারুক, উসমান হোসেন ও রাইপুর ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।