গাংনীতে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মিজান-জসিম জুটি চ্যাম্পিয়ন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর নবারুন তরুণ সংঘ আয়োজিত বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এ গ্রুপে মিজান-জসিম জুটি চ্যাম্পিয়ন হয়েছে। গত মঙ্গলবার রাতে রাইপুরমাঠে অনুষ্ঠিত ফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন জুটি শিমুল-লিখন জুটিকে ২-০ সেটে পরাজিত করে। বি গ্রুপে একই ব্যবধানে জয়-মুকিদ জুটি ওয়াসিম-লিখন-২ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন জুটির মিজানুর রহমান মিজান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন বিশিষ্ট ঠিকাদার হাফিজুর রহমান মোকলেছ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক জাকির হোসেন। টুর্নামেন্টের উভয় গ্রুপে ৮টি জুটি অংশ নেয়।

Leave a comment