জীবননগরে শীতে কাপড়ের দোকানে মানুষের উপচে পড়া ভিড়
জীবননগর ব্যুরো: জীবননগরে তীব্র শীত জেঁকে বসেছে। বিকেল থেকে তীব্র শীত। সকাল থেকে ঝলমলে রোদ। এ সময় পেয়ে গ্রামবাংলার ঘরে ঘরে কুমড়ো-কলাইর বড়ি দেয়ার ধুম পড়েছে। তীব্র শীতে গরম পোশাক কিনতে শীতবস্ত্র দোকানে উপচেপড়া ভিড় জমে উঠেছে।
গত কয়েকদিনের কুয়াশা কেটেছে। রাতের আকাশ পরিষ্কার। শীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত অসহায় ও ছিন্নমূল মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। শীতের হাত থেকে বাঁচার জন্য এবং দরদ্রি, নিম্নবিত্ত ও ছিন্নমূল অসহায় শ্রেণির মানুষ পুরাতন কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে গরম কাপড়ের দাম রয়েছে বলে ক্রেতার শীত নিবারণের জন্য গরম কাপড় কেনার সুযোগ পাচ্ছে।
জীবননগর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন সিঅ্যান্ডবির পুরাতন ডাকবাংলোর ভেতরে বসেছে পুরাতর কাপড়ের বেশ কিছু দোকান। বাচ্চা থেকে শুরু করে বড়দের সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে এ দোকানগুলোতে। শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে এসব দোকানে ক্রেতাদের উপচে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে এ সমস্ত দোকান। তাই পছন্দের গরম পোশাক কিনতে এখানে মানুষের ভিড় জমে উঠেছে।