স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ২০১৪ শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলার জেহালা ইউনিয়নের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট গোলাম মহা. মজিবুর রহমান।
সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. নূরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আশরাফুল ইসলাম, মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী ও ইউপি মেম্বার হাশেম মাহমুদ। ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ ভিডিপি সদস্য এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।