আজ শুরু হচ্ছে এনপিএল ক্রিকেট লিগ

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে আজ শুরু হচ্ছে নাইটিঙ্গেল প্রিমিয়ার ক্রিকেট লিগের (এনপিএল) বাকি ম্যাচগুলোর প্রথম ম্যাচ। আজ দুপুর ২টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে ওই খেলা শুরু হবে। বৈরী আবহাওয়া ও জেএসসি-জেডিসি এবং বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে লিগ পর্বের ৫টি ম্যাচ হওয়ার পর এনপিএল কর্তৃপক্ষ বাকি ম্যাচগুলো সাময়িকভাবে স্থগিত করে। লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- ফ্রিডম ফাইটার আটকবর, ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস, চুয়াডাঙ্গা রয়েলস, দর্শনা ডেয়ার ডেভিল্স, আলমডাঙ্গা নাইট রাইর্ডাস, রয়েল চ্যালেঞ্জার নাগদহ, কিংস ইলেভেন জীবননগর ও সানরাইজার দশমাইল। এনপিএল’র চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কো-চেয়ারম্যান ওয়ালটন চুয়াডাঙ্গার এক্সক্লুসিভ ডিলার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সদস্য সচিব তরুণ ক্রীড়াসংগঠক নইম হাসান জোয়ার্দ্দার এবং সমন্বয়ক চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।

Leave a comment