মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামে আব্দুল মজিদ নামের এক কৃষকের দু বিঘা জমির ৪শ কলার কাঁদি কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতের আঁধারে কোনো এক সময় শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে।
আব্দুল মজিদ জানিয়েছে, গ্রামের কানাপুকুর মাঠে তিনি দু বিঘা জমিতে কলা চাষ করেন। চলতি সপ্তা থেকে কলা বিক্রি করতে শুরু করেছেন। কিন্তু শত্রুতা করে কে বা কারা গেলো গত সোমবার রাতের আঁধারে প্রায় ৪শ কাঁদি কলা কেটে তছরুপ করেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার সকালে কলা ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান কাঁদি কাঁদি কলা মাটিতে পড়ে রয়েছে। এ ব্যাপারে তিনি মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, বিএনপির ওয়ার্ড কমিটির দুটি গ্রুপের দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা এ কলা কেটে তছরুপ করে থাকতে পারে।
মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করতে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। মেহেপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি তার জানা নেই। তবে কলাক্ষেতের মালিক অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ সংবাদ লেখা পর্যন্ত মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এসআই মেজবা জানান, ক্ষেতমালিকের পক্ষ থেকে থানায় একটি জিডি এন্টি হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।