স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চুসহ তার পরিবারের চারজনকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোর রাতে একদল দুর্বৃত্ত হবিরবাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু (৩৫)’র ঘরে ঢুকে তার স্ত্রী পারুল আক্তারকে (২৮) ধর্ষণ করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ সময় তার মেয়ে জিনিয়া আক্তার (৬) ও রিমা আক্তারকে (২) মুখ ও হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির উঠানে রফিকুল ইসলাম বাচ্চুকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে।
গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত বাচ্চু হবিরবাড়ি লবনকোঠা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।