পুলিশ পরিচয়ে ছিনতাই : পথচারীকে মারপিট

চুয়াডাঙ্গার বেলগাছি-মাখালডাঙ্গা সড়কের পুলের নিকট একদল ছিনতাইকারীর অবস্থান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেলগাছি-মাখালডাঙ্গা সড়কের পুলের নিকট সন্ধ্যারাতে ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। কয়েকজন পথচারীকে আটকে মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ৬/৭ জনের একদল ছিনতাইকারী। ছিনতাইয়ে বাধা দিলে একজনকে পিটিয়ে কুপিয়ে আহত করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেলগাছি জোয়ার্দ্দারপাড়ার আব্দুস সাত্তারের ছেলে সাইফুল ও তার চাচাতো ভাই জাহিদুল গতরাত ৮টার দিকে মাখালডাঙ্গা থেকে বাইসাইকেলযোগে ফিরছিলো। পথিমধ্যে পুলের নিকিট একদল ছিনতাইকারী নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। বাইসাইকেল থেকে নামার সাথে সাথে সাইফুল ও জাহিদুলকে টেনেহেঁচড়ে রাস্তার পাশে নেয়। জাহিদুলের নিকট থেকে মোবাইলফোন ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। সাইফুল মোবাইফোন দিতে না চাইলে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। জাহিদুল ছাড়া পেয়ে নিরাপদ দূরত্বে গিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে যায়। বাইসাইকেল ঘটনাস্থলে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরিয়ে নেয়া হয়েছে। সাইফুল ইসলাম বলেছে, আমাদের ছাড়াও বেশ কয়েকজন পথচারীকে ছিনতাইকারীরা আটকে তাদের নিকট থেকেই মালামাল ছিনিয়ে নিয়েছে।

জাহিদুল বলেছে, দেখলে চিনবো। ছিনতাইকারীদের কয়েকজনের বাড়ি সম্ভবত গাড়াবাড়িয়ায়।