স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সুলতানপুর সীমান্ত থেকে ১শ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। বিজিবি জানায়, গত মঙ্গলবার ভোরে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলমের নির্দেশে সুলতান বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের নদীর পাড়ে একটি ঝোপে ওত পেতে ছিলো। এ সময় ৩-৪ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৩টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।