চুয়াডাঙ্গা সাতগাড়ির আজিমউদ্দীন গাঁজাসহ আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাতগাড়ি পুরাতনপাড়ার আজিমুদ্দিন ১২ পুরিয়া গাঁজাসহ আটক হয়েছে। আজিমুদ্দিন সাতগাড়ি গ্রামের মৃত শাফিজউদ্দিনের ছেলে। গত সোমবার সকাল সাড়ে ৯টায় সাতগাড়ি মোড়ে তার নিজ মুদিদোকানে বসে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে তাকে আটক করেন। আটক অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি ও সঙ্গীয় ফোর্স। গাঁজা বিক্রেতা মিলনকে আটক করার পর খবর দেয়া হয় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানকে। নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছিয়ে ভ্রাম্যমাণ আদালতে আজিমুদ্দিনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

আদলাত পরিচালনাকারী চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান জানান, মাদক বিক্রি ও সেবনের অপরাধে আসামি আজিমুদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণা করার পরই তাকে জেলহাজতে নেয়া হয়। নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহতভাবে পরিচালিত হবে।

Leave a comment