অবসরে অঁরি

মাথাভাঙ্গা মনিটর: এ মাসের শুরুতেই নিউইয়র্ক রেড বুলস ছাড়লেও অবসরের সিদ্ধান্তটা ঝুলিয়ে রেখেছিলেন। অবশেষে মঙ্গলবার সব জল্পনা-কল্পনার ইতি টেনে ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন থিয়েরি অঁরি। দীর্ঘ দুই দশকের রোমাঞ্চকর এক যাত্রার সমাপ্তি ঘটল কাল। নব্বইয়ের দশকে বিশ্বকাপ জেতা সর্বশেষ সক্রিয় ফুটবলার ছিলেন অঁরি। ২০ বছরের বর্ণময় ক্যারিয়ারে সব মিলিয়ে ৪১১ গোল করেছেন ৩৭ বছর বয়সী এই ফরাসি গ্রেট। ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচে করেছেন রেকর্ড ৫১ গোল। বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। মাত্র ১৭ বছর বয়সে মোনাকোতে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। মোনাকো থেকে জুভেন্টাস হয়ে ১৯৯৯ সালে যোগ দেন আর্সেনালে। ক্যারিয়ারের সেরা সময়টা আর্সেনালে পার করেছেন অঁরি। দুটি প্রিমিয়ার লীগ ও তিনটি এফএ কাপ শিরোপা জেতার পাশাপাশি আর্সেনালের হয়ে করেছেন ২২৮ গোল। নিউইয়র্ক রেড বুলসের হয়ে পেশাদার ক্যারিয়ারের ইতি টানার পর প্রিয় শহর লন্ডনেই ফিরছেন অঁরি। তবে নতুন ভূমিকায়। এবার ইংল্যান্ডের স্কাই স্পোর্টস টিভির ফুটবল বিশেষজ্ঞ হিসেবে দেখা যাবে তাকে।মঙ্গলবার নিজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে অবসরের খবরটি নিশ্চিত করেছেন অঁরি, ‘টানা ২০ বছর খেলার পর পেশাদার ফুটবল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা ছিল অসাধারণ এক যাত্রা। দীর্ঘ পথ চলায় যাদের পাশে পেয়েছি এবং মোনাকো, জুভেন্টাস, আর্সেনাল, বার্সেলোনা, নিউইয়র্ক রেড বুলস ও ফ্রান্স জাতীয় দলে যাদের সঙ্গে কাজ করেছি, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন জীবনের আরেকটি ভিন্ন অধ্যায় শুরু করার সময়। খুশি মনে সবাইকে জানাচ্ছি, লন্ডনে ফিরে স্কাই স্পোর্টসে যোগ দেব আমি।’ ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে আর্সেনালে কোচিং ক্যারিয়ার শুরু করবেন অঁরি। নিজেকে ‘গানার’ হিসেবে পরিচয় দেন তিনি।

Leave a comment