স্টাফ রিপোর্টার: নারী নির্যাতন আইনে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তার জামিন পেলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। তার আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। রুবেলের আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, আদালত তার আবেদনের নিষ্পত্তি করে চার সপ্তার অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এ মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে গিয়ে আবার জামিন নিতে হবে। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে শনিবার রাজধানীর মিরপুর থানায় এ মামলা করেন চিত্রনায়িকা হ্যাপী। তার অভিযোগ, ফেসবুকে রুবেলের সাথে প্রায় এক বছর আগে তার পরিচয় হয়। নয় মাস ধরে তার সাথে ঘনিষ্ঠতা। বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়।