মোটরসাইকেলের ধাক্কায় রবিউলের মর্মান্তিক মৃত্যু

কেরুজ চিনিকল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দামুড়হুদার নাস্তিপুরে দর্ঘটনা

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকল থেকে কাজ শেষে আর বাড়ি ফেরা হলো না দামুড়হুদার বাড়াদী গ্রামের রবিউলের। নাস্তিপুরে মোটরসাইকেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। মোটরসাইকেল চালকসহ দুজন আহত হয়েছেন। শোনা যাচ্ছে নানামুখি গুঞ্জন।

জানা গেছে, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী শেখপাড়ার আলী আহম্মদের ছেলে রবিউল ইসলাম দিনহাজিরায় কেরুজ চিনিকলের ডোঙায় আখ ফেলার কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিলে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রবিউল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রবিউল নাস্তিপুর গোরস্তান মোড়ে পৌঁছুলে বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলে ধাক্কা লাগে। রবিউল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। মুমূর্ষু অবস্থায় রবিউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হলে পারকৃষ্ণপুরে মারা যান। এ খবর রবিউলের বাড়িতে পৌঁছুলে স্বজনদের কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন একই ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের সালামের ছেলে সাগর, খলিলের ছেলে ভোদর ও সুলতানপুরের নুরুল ইসলামের ছেলে রশিদ। সাগর, ভোদর ও রশিদ চোরাচালানের মালামাল নিয়ে দ্রুতগতিতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিউলের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে মামলা করেছে কি-না জানা যায়নি। মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর ও ভোদর আহত বলে শোনা গেলেও তা নিশ্চিতভাবে জানা যায়নি।।

Leave a comment