প্রকাশ্য দিবালোকে দু পুলিশ ছিনতাইকারীকে গণধোলাই

 

স্টাফ রিপোর্টার: রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইকালে দু পুলিশ সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে রাজধানীর হাইকোর্টের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাই করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই পুলিশ সদস্যদের ধাওয়া দিয়ে আটক করে জনতা। এরপর তাদের গণধোলাই দিয়ে শাহবাগ থানায় সোপর্দ করে। ছিনতাইয়ের অভিযোগে আটক একজন পুলিশের কনস্টেবল নূরে আলম। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হাইকোর্ট এলাকা দিয়ে এক ব্যক্তি রিকশাযোগে যাওয়ার সময় কনস্টেবল নূরে আলম ও কনস্টেবল খলিলসহ ৪/৫ জন তার গতিরোধ করে ওই ব্যক্তির সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এদের মধ্যে নূরে আলম মাদারিপুরে পুলিশ লাইনে কর্মরত। এ সময় ওই ব্যক্তির চিৎকারে পুলিশ দৌড়ে গিয়ে নূরে আলম ও তার সহযোগী মিজানকে আটক করে এ সময় পুলিশের উস্থিতি টের পেয়ে কনস্টেবল খলিল এবং অন্যরা পালিয়ে যায়। তিনি জানান, খলিল পিআইয়ে সদ্য পোস্টিং পেয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।