পুলিশের কাছ থেকে পালানো আসামি সাঈদ গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও আসমানখালী পুলিশ তদন্তকেন্দ্রের যৌথ অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও আসমানখালী পুলিশ তদন্তকেন্দ্র যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার আবু সাঈদকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১১টার দিকে তাকে আলমডাঙ্গার ছোট গাংনী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। সে আরও দুটি মামলার পলাতক আসামি।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা মুক্তিপাড়া আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ (৩০) ২০০৫ সালে পুলিশ কাছ থেকে পালানো মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনে কারাদণ্ড প্রদান করেন আদালত। সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলো। গতকাল রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সে আলমডাঙ্গা ছোট গাংনী গ্রামের অবস্থান করছে। সদর থানা এএসআই তকিবুর রহমার সঙ্গীয় ফোর্স নিয়ে আসমানখালী তদন্তকেন্দ্রে ইনচার্জ এসআই রবিউল ইসলামের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। পুলিশ আরও জানায়, সাঈরে বিরুদ্ধে আরও দুটি মামলা ওয়ারেন্ট রয়েছে। সাঈদকে আজ আদালতে সোপর্দ করা হবে।