চুয়াডাঙ্গায় ৪ দিনব্যাপি লোকসংস্কৃতি উৎসব উদ্বোধন

সাইফ জাহান: চুয়াডাঙ্গায় চার দিনব্যাপি লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলার মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন লোকসংস্কৃতি বাঙালির ঐতিহ্য। দিনে দিনে আকাশ সাংস্কৃতির প্রভাবে বাঙালির সাংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এর প্রধান কারণ আমাদের বর্তমান প্রজন্ম আকাশ সাংস্কৃতির কারণে হিন্দি ও ইংরেজি সাংস্কৃতির ওপর আকৃষ্ট হয়ে বাঙালির সাংস্কৃতি ভুলতে বসেছে। আমাদের এ ধরনের অপসংস্কৃতি থেকে বের হতে হলে দরকার নিজের ঘর থেকে বাঙালির সাংস্কৃতি চর্চা করা। আর এ চর্চার প্রতিটি ঘর থেকে শুরু করলে আমার বিশ্বাস আমাদের বাঙালি সাংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতিয়ে তোলেন লোকসঙ্গীত শিল্পী সুবর্ণা শোভা ও মুধা মিতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়র্দ্দার।

Leave a comment