স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়া থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে একটি ফাঁকা স্থানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। দুপুরে অজ্ঞাতনামা লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামের তত্ত্বাবধানে নবজাতকের লাশটি দাফন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের ঈদগাহপাড়ার বড়বাড়ির নিকটবর্তী ফাঁকা স্থানে গতকাল রোববার সকাল ৭টার দিকে নবজাতক পুত্রসন্তানের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা কোনো কুমারীর অবৈধ কর্মের ফসল এ সন্তান। চুয়াডাঙ্গা সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেন। সেখানে লাশের ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের তত্ত্বাবধানে দাফন সম্পন্ন হয়।